আলোকিত রাজশাহীঃ রাজশাহী জেলার বাগমারা উপজেলার শিক্ষক কল্যান সমিতির উদ্যোগে অবসরপ্রাপ্ত ও মৃত্যুবরণকারী পরিবারের মাঝে আর্থিক সহযোগীতার চেক বিতরণ করা হয়।
সোমবার বিকেলে সালেহা ইমারত কোল্ড স্টোরেজ মিলনায়তনে বাগমারা শিক্ষক সমিতির সভাপতি আসাদুল ইসলাম সান্টুর সভাপতিত্বে ও সাংগাঠনিক সম্পাদক শহিদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাগমারা উপজেলা আ’লীগ সভাপতি রাজশাহী ৪ বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিঃ এনামুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগমারা উপজেলা পারিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, বাগমারা শিক্ষক কল্যান সমিতির সাধারণ সম্পাদক এ টি এম মতিউর রহমান।
অনুষ্ঠানে ২১ জন শিক্ষক কর্মচারীদের হাতে আর্থিক সহযোগীতার চেক তুলে দেন এমপি এনামুল হক।